গ্রাফটিং টমেটো চাষ

গ্রাফটিং টমেটো চাষ পদ্ধতি: টমেটো গ্রাফটিং করে কেন চাষ করবেন।

টমেটোর চারা সারা বছরই গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদন করা যায়। অনেক চাষীরা বনবেগুন বা তিতবেগুনের সাথে টমেটোর চারা গ্রাফটিং করে উন্নত জাতের চারা উৎপাদন করছেন। গ্রাফটিং টমেটো চাষ পদ্ধতি সম্পর্কেে বিস্তারিত আলোচনা করা হলো।

গ্রাফটিং টমেটো চাষ করার সুবিধা

গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষের সুবিধা হচ্ছে-

  • টমেটো আগাম চাষ করা যায়
  • গাছ বেশি দিন বেচেঁ থাকে
  • গাছে রোগ বালাই হয়না বললেই চলে
  • বীজ থেকে উৎপাদিত গাছের তুলনায় ঢলে পড়া রোগ  অনেক কম হয়
  • তিতবেগুনের সাথে টমেটোর কলম করলে গাছ সাত মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম হয়
  • আগাম উৎপাদনের জন্য বারি-৪ ও বারি-৮ জাত দুটি চাষের জন্য উপযোগী
  • এর উৎপাদন দীর্ঘস্থায়ী ও ফলন বেশি।

কিভাবে গ্রাফটিং টমেটো চাষ করা হয়

অনন্য টমেটোর মতোই জমি চাষ করতে হয়।

জমিতে প্রথম চাষের সময় করণীয়

জমিতে প্রথম চাষের সময় প্রতি শতাংশে ৩ কেজি ঢলো চুন দিয়ে চাষ দিতে হবে। এটি মাটি শোধন করার জন্য।

জমিতে দ্বিতীয়  চাষের সময় করণীয়

দ্বিতীয় চাষে জমিতে শতাংশে প্রতি পুরাতন গোবর ১০ কেজি পরিমাণ দিয়ে চাষ দিতে হবে। এক সাপ্তাহ পরে জমিতে পানি দিয়ে কাদা তৈরি করে নিতে হবে।

জমিতে তৃতীয়  চাষের সময় করণীয়

তৃতীয় চাষে প্রতি শতাংশে

  • টি, এস, পি, ২ কেজি, 
  • এমওপি ৫০০ গ্রাম
  • ম্যাগমা ৫০ গ্রাম
  • জিপসাম ১৫০ গ্রাম
  • থিয়ভিট অথবা কুমুলাস ১০০ গ্রাম
  • বোরন ৫০ গ্রাম,
  • ১০০ গ্রাম দানাদার কীটনাশক যে কোন কোম্পানির

উপরোক্ত সারগুলো ভালো করে মিক্স করে জমিতে প্রয়োগ করবেন।

৩ থেকে ৪ দিন পর সামান্য কিছু জৈব সারের সাথে ১০০ গ্রাম জিংক দিতে হবে। মনে রাখতে হবে জিংক অন্য কোন সারের সাথে মিক্স করা যাবেনা। অথবা যে দিন জমিতে অন্যান্য সার দিয়েছেন সে দিন এবং তার পর দিন জিংক জমিতে দেওয়া যাবে না। কমপক্ষে ৩ থেকে ৪ দিন বিরতি রাখতে হবে।

কিভাবে বেড প্রস্তুত করবেন:

বেড তৈরির জন্য সব থেকে উত্তম হয় উত্তর দক্ষিন বরাবর বেড তৈরি করা। কারণ উত্তর দক্ষিনে বেড থাকলে প্রতেকটা গাছ আলো বাতাস সমান ভাবে পায়। বেডের প্রস্ত হবে ৪ ফুট এবং বেডের উচ্চতা ১০ থেকে ১২ ইঞ্চি, বেডের মাঝখানে পানির নালা হবে ১ ফুট।

চারা থেকে চারার দুরত্ব:

চারা থেকে চারার দুরত্ব হতে হবে ৩ ফিট বাই ২ ফিট। বর্ষা মৌসুমে যদি আগাম টমেটো চাষ করতে চান তাহলে মালচিং পেপার দিয়ে বেড ঢেকে দিবেন। এতে উপকার অনেক, একদিকে যেমন গাছের গুড়ায় পানি জমবে না, গাছ পঁচন রোগ থেকে রক্ষা পাবে। তেমনি বেডের খাদ্য বৃষ্টির পানিতে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ০% থাকবে।

গ্রাফটিং টমেটো চাষ পদ্ধতি অনুসরণ করে অধিক লাভবান হওয়ার সম্ভবনা খুবই বেশি।

লেখক

মো: উজ্জল চৌধুরী

নবিগঞ্জ, হবিগঞ্জ, সিলেট।

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping