Comments Off on কৃষকের গুন: বাংলাদেশের কৃষি ও কৃষক
কৃষকের গুন বাংলাদেশের কৃষি ও কৃষক

কৃষকের গুন কথাটা শুনলেই কেমন একটা মনে হয়! কৃষক হতে আবার গুন লাগে? কিন্তু বাস্তবটা আসলে এমন যে, আপনি যদি কৃষকদের গুনহীন ভাবেন, তাহলে মস্ত বড় ভুল করবেন। বাংলার অর্থনীতি কৃষির উপরই নির্ভরশীল, তাই কৃষিজীবী হতে হলে অবশ্যই কিছু গুন থাকতে হবে।

আমাদের স্বরণ রাখতে হবে, কৃষকই আমাদের সকলের খাদ্য যোগায়, তাই কৃষি কোনো সাধারণ কার্য নয়। দেশের সকল পেশার কাচামালও যোগান দেয়। তাই কৃষিই সকল পেশার জননী। তাই অন্যের চোখে কৃষি ছোট হলেও আমি কিন্তু কৃষিকেই সকল পেশার চেয়ে সেরা পেশা মনে করি। কৃষকের গুনের বিষয়ে নেটেও তেমন কিছু খুজে পেলাম না। তাই আমি কিছু কৃষকের গুন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি কোথাও ভুল হলে জ্ঞাত করিয়ে দেওয়ার প্রার্থনা রইলো।

যেসব গুন একজন কৃষকের মধ্যে থাকা আব্যশক

একজন প্রকৃত কৃষক হতে গেলে বিশেষ কিছু গুন অবশ্যই থাক উচিত। নিম্নে সেই গুনগুলো সম্পর্কে আলোচনা করা হলো যেগুলো একজন প্রকৃত কৃষককে চিনতে সহায়তা করে।

  • পরিশ্রমী (Industrious)
  • ঝুকি গ্রহণ (Taking risk)
  • অধ্যাবসায় (Perseverance)
  • উদ্ভাবক (Inventers)
  • বিক্রেতা (Seller)
  • সততা ও উদারতা Honesty & kindness

পরিশ্রমী (Industrious)

কৃষি কাজের প্রথম সিড়ি হচ্ছে পরিশ্রম। যে কৃষক পরিশ্রমী নয়, তার জন্য কৃষি কাজ নয়। তার জন্য কৃষি কাজের প্রথম সিড়িতেই পা রাখা সম্ভব নয়। যখন একজন কৃষক রোদ-বৃষ্টি উপেক্ষা করে কঠোর পরিশ্রম করবে, তখনই সে সোনার ফসল ফলাতে পারবে। পরিশ্রমের ফলে শরীরে যদি কড়া নাইবা পড়লো… তাহলে সে কীভাবে কৃষক হবে? এই উষর পৃথিবীকে বেহেস্ত/স্বর্গের রূপে রূপান্তরটা সামান্য কোন পরিশ্রমের কাজ নয়। আর যে কৃষিকাজে সম্পূর্ণ Labors এর উপর নির্ভরশীল… তার কৃষি মাঠ ছেড়ে পালানোর দৃশ্যটা দেখার জন্য আপনাকে বেশি সময় অপেক্ষা করতে হবে না।

ঝুকি গ্রহণ (Taking risk)

কৃষি পেশাটা অনেকাংশে প্রাকৃতির উপর নির্ভরশীল। তাই সুদক্ষ ও অভিজ্ঞ কৃষকের ত্রুটিহীন পরিচর্যার পরও অনেক সময় অতি বৃষ্টি – অনাবৃষ্টি, বন্যা, শিলা বৃষ্টি, ঝড়, খরা ইত্যাদির মাধ্যমে কখনো আবাদের আংশিক ক্ষতি হয় আবার কখনও পুরোপুরিই বিনাষ হয়। আবার কখনও উৎপাদিত মূল্যের পতনও হয়ে থাকে। সুধু সম্পদের নয়, সাপ-বিচ্ছুর কারনে জানেরও ক্ষতি হওয়াটা অস্বাভাবিক নয়। সবকিছু জানার পরও এতো ঝুকি মাথায় নিয়ে কৃষি কাজে নিজেকে উৎসর্গ করতে পারলেই সেই ব্যক্তি প্রকৃত কৃষক হতে পারবে।

অধ্যাবসায় (Perseverance)

প্রতি বছর কাঙ্খিত লাভ নাও হতে পারে। আবার কখনো বা মুনাফার পুরোপুরি বিনাশ হতে পারে। এতে যদি আপনি মাঠ ছেড়ে পালায়ন করেন, তাহলে আপনি পুরোপুরি কৃষক নন। সে কারনে আপনি কৃষি সেক্টরে পা রাখার পূর্বে আপনাকে এ সকল বিষয় মাথায় রেখে মানষিকভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে।

উদ্ভাবক (Inventers)

  • কৃষিতে টিকে থাকতে হলে আপনাকে উদ্ভাবক বা কৌশলী হতে হবে।
  • উন্নত কৃষি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
  • কৃষিতে কখন কি সংযোজন-বিয়োজন হচ্ছে তার প্রতি ধারণা থাকতে হবে।
  • কখন কী জাত উদ্ভাবন হচ্ছে তার বিষয়ে জ্ঞান রাখতে হবে।
  • পরিবর্তনশীল আবহাওয়া ও জলবায়ুর সাথে তাল মিলিয়ে আপনাকে ফসলের জাত বা অন্য কিছু নির্বাচন করতে হবে।
  • আপনাকে নতুন কিছু চিন্তা করতে হবে।
  • যা অন্যরা ভাবে নাই, তা আপনাকে ভাবতে হবে।
  • যা অন্যরা করে নাই, তা আপনাকে করতে হবে।
  • আপনাকে নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করতে হবে।

বিক্রেতা (Seller)

আপনাকে বিক্রেতা হতে হবে। একজন বিক্রেতার যে গুন থাকে, সে গুনের কিছুটা আপনাকে অর্জন করতে হবে। আপনি কঠোর পরিশ্রম ও খরচ করে ফসল উৎপাদন করার পর যদি তা সময়মত সঠিক মূল্যে বিক্রি করতে না পারেন, তাহলে আপনার কৃষি কাজ অব্যাহত রাখতে পারবেন না। সুধুমাত্র এ সমস্যাটার কারনেই কৃষক আজ স্বচ্ছল নয়। ব্যবসায়ীরা যেখানে ১ কেজী সবজি ৩০-৪০ টাকায় বিক্রি করছে, সেখানে আপনাকে মাত্র ১৫ টাকা ধরিয়ে দিচ্ছে। তাই আপনাকে একজন ভালো বিক্রেতা হতে হবে। 

সততা ও উদারতা Honesty & kindness

কৃষকের সবচেয়ে বড় বন্ধু হলো মাটি ও গাছ-পালা। তাই কৃষককে তার বন্ধুর গুনাবলিগুলো অর্জন করতে হবে। গাছ কখনও কাওকে প্রতারণা করে না। নিম পাতা তেতো, তেতুল টক, পাকা আম মিঠা, নাগা মরিচ ঝাল। এর ব্যতিক্রম হয় কি? নাতো! তাহলে কৃষককেও এমন স্পষ্ট হতে হবে। কথা ও কাজে মিল থাকতে হবে। মাটি হলো ধৈর্যের প্রতিক। তাকে যতই লাথি-ঘুষি দেন, ময়লা-আবর্জনা নিক্ষেভ করেন, সে কখনো জবাব দেয় না।

তা গ্রহণ করে শুদ্ধ করে আবার ফুল-ফল উপহার দেয়। প্রকৃত কৃষকও এমনই গুনের অধিকারী। তবে সাবধান। কৃষক কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। ক্রুদ্ধ ভূমি যেমন নিমিষেই সব কিছু লন্ডভন্ড করে দিতে পারে, তেমনি একজন কৃষকও চাইলে আপনাকে অনেক কিছু করতে পারে। আপনি অমৃত পান করবেন নাকি বিষ পান করবেন, সেটা কিন্তু একজন কৃষকই নির্ধারণ করছেন। তাই কৃষককে তার নিজের সম্মান দিয়েই চলতে হবে। কৃষকের গুন আরো অনেক প্রয়োজন প্রকৃত কৃষক হওয়ার জন্য , তবে আজ এতটুকুই। ভালো থাকবেন। ধন্যবাদ।

লেখক

মোঃ মহিউদ্দিন অনিক

রাজশাহী 

এই লেখকের অন্য লেখাগুলো ঃ

ওল কচু চাষ পদ্ধতি:রোপনের সঠিক পদ্ধতি ও সময়

আগাম জাতের শিম চাষ পদ্ধতি

0

TOP

X