শক্তি ম্যাগনেসিয়াম সালফেট
- ব্যবহারের উপকারিতা
- গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে ফলে সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ায় অধিক খাদ্য উৎপন্ন হয়।
- অতি প্রয়োজনীয় এ্যামাইনো এসিড, ভিটামিন, সুগার ও চর্বি জাতীয় পদার্থ গঠনে সহায়তা করে।
- উদ্ভিদের মূল দ্বারা পুষ্টি উপাদান আহরণে পাম্প হিসাবে কাজ করে।
- উদ্ভিদের ডাল, মূলের অগ্রভাগ, শস্যদানা ও ফলসহ বিভিন্ন অংশে নিবিড় জৈব ক্রিয়া সম্পাদনের সহায়তা করে।
- সালফার থাকায় ধান ক্ষেতে প্রয়োগে চিটা ধান হয় না, চালের ওজন বাড়ে এবং মাঠের সকল ধান একই সময়ে পরিপক্ক হয়
- আলুর আকার বৃদ্ধি পায়, ফলের ফলন বেড়ে যায়।
প্রয়োগ মাত্রা ও পদ্ধতি - ছিটিয়ে প্রয়োগ: প্রতি একরে ৬-৮ কেজি ইস্পাহানি শক্তি ম্যাগনেসিয়াম সালফেট সার ছিটিয়ে প্রয়োগে ভালো ফল পাওয়া যায়।
- ম্যাগনেসিয়ামের অভাব বেশি হলে পরামর্শ অনুযায়ী প্রয়োগমাত্রা বাড়াতে হবে।
- স্প্রে করা: ১০ লিটার পানিতে ১০০-১৫০ গ্রাম ইস্পাহানি শক্তি সার ভালোভাবে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করুন।
ম্যাগনেসিয়াম সালফেটের অভাবজনিত লক্ষণ ঃ
- গাছের পাতা হলুদ ও লালচে বর্ণ ধারণ করে।
- পাতায় শিরার মধ্যবর্তী অংশে হলুদ এবং শিরাগুলো সবুজ বর্ণ ধারণ করে।
- গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্থ হয়, পাতা ও ফল ঝড়ে যায়।
- পাতায় ক্লোরোফিল তৈরী হয় না ফলে খাদ্য প্রস্তুত প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়।
- কান্ডের শীর্ষ বৃদ্ধি ব্যাহত হয়।
- ফলন কমে যায়।
ব্যবহার বিধি ও প্রয়োগকাল ঃ
- বীজ বপন বা চারা রোপনের আগে ছিটিয়ে প্রয়োগ করুন।
- ফসলের ম্যাগনেসিয়াম ও সালফার এর অভাব দেখা দিলে স্প্রে মেশিনের সাহায্যে গাছ ভিজিয়ে দিন অথবা সরাসরি ছিটিয়ে প্রয়োগ করুন।
প্রয়োগক্ষেত্র ঃ ধান, গম, পাট, আলু, ভূট্টা, তুলা, চা, আম, কলা, আনারস, টমেটো, বেগুন, তরমুজ, শশা, পটল, করলা, ফুলকপি, বাঁধাকপি, মরিচ, পান, পেঁপে, মিষ্টিকুমড়া, পিয়াজ সহ সব ধরণের ফল ও শাকসবজির ফসলে পরিমাণমত ব্যবহারে ফলন বৃদ্ধি পায়।
সতর্কতা ঃ
- শিশু, পশু-পাখি ও খাদ্য সামগ্রীর নাগালের বাহিরে রাখুন।
- ব্যবহারের আগে প্রয়োগ নির্দেশিকা দেখে নিন।
গুদামজাতকরণ ঃ শুষ্ক ও ছায়াযুক্ত স্থানে গুদামজাত করুন।
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review