অনেকেই নতুন হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, কিন্তু হাঁসের বাচ্চাকে খামারে এনে প্রথম দিন থেকে ১ মাস বয়স পর্যন্ত কি খাওয়াবেন, কি ভাবে খাওয়াবেন, কি কি রোগের টিকা দিতে হবে, কখন দিতে হবে, জানেন না। যারা জানেন না করণীয় কি, কিন্তু খামার শুরু করেছেন বা করবেন নিচের নির্দেশনাগুলো তাদের জন্য একজন সফল হাঁস খামারী করে তুলবে।
হাঁসের বাচ্চার ঘর:
হাঁসের বাচ্চা ব্রডিং কালিন ঘরে মেঝে পাকা থাকলে, মেঝেতে চট অথবা ধানের তুষ বিছিয়ে দিতে হবে। মেঝে কাচা থাকলে মেঝেতে ধানের খড় বিছিয়ে দিতে হবে। তাহলে মেঝেতে পানি পড়লে বাচ্চা ভিজে যাবে না ও বাচ্চার ঠান্ডা লাগবে না।
বাচ্চার খাবার
বাচ্চা পরিবহণ করে খামারে আনার পরে, প্রথমেই বাচ্চাকে স্যালাইন বা গুলুকোজের পানি দিতে হবে। আধা ঘন্টা পরে হাঁসের বাচ্চাকে খাদ্য দিতে হবে। খাবার হিসাবে মুড়ি অথবা চিড়া ভিজিয়ে নরম করে মেঝেতে ছিটিয়ে দিতে হবে, প্রথম ২ দিন পর্যন্ত। এর পর থেকে এক মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধু মাত্র ব্রয়লারের স্টাটার পিলেট ফিড পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে, কারন হাঁসের বাচ্চা শুকনা খাবার খেতে পারেনা। খেয়াল রাখতে হবে খাবার যেন বেশি ভিজে না যায়।
বাচ্চার বয়স যখন ১৫ দিন থেকে ১৭ দিন হবে তখন থেকে বাচ্চাকে পানিতে দিতে হবে। এর আগে বাচ্চাকে পানিতে দেওয়া যাবে না, দিলে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। বাচ্চাকে বেশি সময় পানিতে রখা যাবে না। প্রথম দিন বাচ্চাকে আধা ঘন্টা পানিনে গোসল করাতে হবে এবং প্রতি দিন সময় বাড়াতে হবে।
-
Product on saleহাইব্রিড টমেটো তাজ ১৩ Hybrid Tomato Taj 13 (২ গ্রাম)1,350.00৳
-
Product on saleএ সি আই বাম্পার ট্রাইকো পাউডার ACI Bumper Trico Powder (১০০ গ্রাম)100.00৳
-
ACI Bumper Bonemil এ সি আই বোনমিল হাড়ের গুড়া ( ১ কেজি)100.00৳
-
Product on saleহাইব্রিড মরিচ পিকনিক Hybrid Chilli Picnic (৫ গ্রাম)450.00৳
মেডিসিন ব্যবহার:
ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের যে কোন একটি ঔষধ প্রথম দিন খামারে এনে পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। এই ঔষধটির কাজ হলো ব্যাকটেরিয়া প্রোটিন তৈরিতে বাধা দেওয়া এবং ব্যাকটেরিয়া বৃদ্ধিকে প্রতিরোধ করে। এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়।
ডক্সিসাইক্লিন (Doxycycline) গ্রুপের ঔষধগুলো হলো-
ঔষধের নাম | কোম্পানির নাম |
ডক্সাসিল ( Doxacil) | স্কয়ার |
ডক্সিভেট (Doxivet) | রেনাটা |
এন্টিডক্স (Antidox) | এ সি আই |
উপরের যে কোন একটি ঔষধ ২-৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে খাওয়াতে হবে।
ভিটামিন (ডব্লিউ এস) গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-
ঔষধের নাম | কোম্পানির নাম |
এসি ভিট ডব্লিউ এস (ACIvit WS) | এসি আই |
রেনা ডব্লিউ এস ( Rena WS) | রেনাটা |
বি কম ভিট, পিথি ডব্লিউ এস ( Becomvit,Prithi WS) | স্কয়ার |
উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ২-৩ দিন খাওয়াতে হবে।
থায়াভিন প্লাস পাউডার, ১ গ্রাম প্রতি লিটার পানির সাথে মিশিয়ে দিতে হবে। এটি প্রতি সপ্তাহে ২-৩ দিন ৪ সপ্তাহ বয়স পর্যন্ত।
এডি৩ই (AD3E), গ্রুপের ঔষধ সমুহের নাম নিচে দেওয়া হলো-
ঔষধের নাম | কোম্পানির নাম |
রেনাসল এডি৩ই (Renasol AD3E) | রেনাটা |
ভিটামিন এডি৩ই (Vitamina AD3E) | এসি আই |
ই এস এডিই (E S ADE) | স্কয়ার |
উপরের যে কোন একটি ঔষধ ৩ লিটার পানির সাথে ১ গ্রাম মিশিয়ে প্রতি সপ্তাহে ১-২ দিন খাওয়াতে হবে।
রোগ-বালাই প্রতিকারের জন্য টিকা প্রদান
রোগ-বালাই প্রতিকারের চেয়ে প্রতিরোধ করাটা সবথেকে গুরত্বিপূর্ণ কাজ। নিচে হাঁসের বাচ্চার টিকা দেওয়ার সময় ও নিয়ম দেওয়া হলো-
- হাঁসের বাচ্চার ২৫ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে।
- হাঁসের বাচ্চার ৪২ দিন বয়সে ডাক প্লেগ টিকা দিতে হবে। ১ মিলি করে বাচ্চার রানের মাংসে দিতে হবে। ( বুস্টার ডোজ)
- হাঁসের বাচ্চার ৬০ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে।
- হাঁসের বাচ্চার ৭৫ দিন বয়সে ডাক কলেরার টিকা দিতে হবে। ১ মিলি করে বুকের চামরার নিচে। ( বুস্টার ডোজ)
এছারা মিনারেল প্রমিক্স, ভিটামিন, আয়রন, জিংক এসকল ঔষধ ভেটোনারী ডাক্টার অথবা প্রাণী সম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে প্রয়োগ করতে হবে।
বাইরে হাঁসের বাচ্চা নেওয়ার পরে প্রতিদিন মারা যায়। এর কারন কি দয়াকরে যানাবেন
বিস্তারিত জানান আমাদেরকে
আমি হাঁস পালন করতে চাই আমাকে একটা ভালো পরামর্শ দিন যেনে আমি সঠিক ভাবে হাঁস পালন করে পারি প্লিজ
দয়া করে আমাকে জানাবেন
আপনার কি ধরনের পরামর্শ দরকার সেটা আগে নিশ্চিত করতে হবে। এই কনটেন্টের ভিতর যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, অতিরিক্ত কিছু জানার থাকলে সেটা প্রশন্ করুন।
চিনা হাসের পাখা জরে পরছে,,,,, কি করতে পারি,,,,,,????
আপনি [email protected] এই মেইল নম্বরে ছবি সহ বিস্তারিত জানান।
চিনা হাসের বচ্চা কে কি এভাবেই পালতে হোবে
হা হবে
আমরা একেবারে নতুন একটা হাসের খামার করতে চাই।
আপনার এই লিখাটা বেশ উপকারী সাথে ঘরের তাপমাত্রা কখন কত রাখতে হবে আলোর ব্যবস্থাপনা কেমন হবে একটু যদি বিস্তারিত বলেন তবে খুব ভাল হতো, এছাড়া ঘর কিভাবে বানাবো তার একটা দিকনির্দেশনা যদি দিতেন।
আপনার প্রশ্নগুলোর উত্তর আমরা কনটেন্টের ভিতর উল্লেখ করে দিবো কয়েকদিনের ভিতর, দয়া করে সে পর্যন্ত অপেক্ষা করেন।
৪দিনের হাঁসের বাচ্চা হঠাৎ করে রোগের লক্ষ্মণ: এ রোগ অতি দ্রুত অল্পবয়স্ক হাঁসের বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ে। অনেক বাচ্চা হঠাৎ পড়ে গিয়ে মারা যায়। কিছু বাচ্চা শুয়ে থেকে ঘাড় পিছনের দিকে বাঁকা করে, চোখ বুজেঁ পেট ব্যাথার জন্য চিৎকার কেও এবং পা ঝাপটায়। এভাবে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে মারা গিয়ে থাকে । মারা যাচ্ছে ।দয়া করে জানাবেন কি ওষুধ খাওয়াতে হবে
দেখুন, এধরনের রোগের জন্য স্বশরীরে পরিদর্শন না করে কোন চিকিৎসা দেওয়া ভুল হবে হয়তো, তাই আপনি কোন ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নেন। ওটাই বেশি ভাল হবে।
অনেক কিছু জানলাম। সেম ভাবে কাজ সুরু করবো ২/৩ দিনেই।আশা করি কোনো সমস্যা হবে না। ইনশআল্লাহ
দোয়া করি যেন কোন ঝামেলা ছাড়া সফল হতে পারেন।
আমার খামারের একটি হাঁসের বাচ্চার হটাৎ আজ সকাল থেকে খাবার খাচ্ছে না পা দুটো একটু চিকন দেখতে পাচ্ছি,,, এমতাবস্থায় আমার করণীয় কি?
আমি ১০০০ হাজার হাসের খামারর করতে চাই প্রথমে আমাকে কি কি করতে হবে এবং কি হাঁসের খামার করলে ভাল হবে দয়া করে সবাই বলবেন
এতো কথা কি কমেন্টের মাধ্যমে বলা সম্ভব? ধন্যবাদ।
আমার রাজ হাসের বাচ্চা গলা ব্যাকা হয়ে কাপাতে কাপাতে মারা যায়।কি করা যায় এখন
Apnader page gula pdf fail y kno. Pdf fail hole onek upokar hoby manus er jonno.
হাসের যদি ঠান্ডা লাগে নাপা খাওনো যাবে? পানিতে মিশিয়ে…
বা খাওয়ার সাথে মেখে দিয়ে
Amr bashay ekta hasher baccha enechi 15din er moto boyosh..ami dhakay thaki, 7th floor e amr basha, ei obsthay etake kivabe rakhbo? Pet hishebe niye asha hoise
হাঁসের বাচ্চার বয়স ৩ মাস হওয়ার পরেও বাচ্চা এখনো খুব ছোট থাকার কারণ কি?
আমার হাসের কামারের বাচ্চা দের ডাক প্লেগ ঠিকা প্রদান করেছি কিন্তু এখন প্রতিদিন একটা একটা করে অসুস্থ হয়ে যাচ্ছে, ঘাড় সোজা করতে পারে না দূর্বল হয়ে যাচ্ছে
আমি খুলনা তে থাকি আমি আর আমার স্ত্রী একসাথে একটা ট্রেনিং করতে চাইছি। খুলনা তে কি এমন কোনো ট্রেনিং সেন্টার আছে জানালে উপকৃত হবো ধন্যবাদ
চিনা হাঁসের বাচ্চার ১ম টিকা এক মাসের কম বা বেশি হলে টিকা প্রদান করলে কি সমস্যা আছে কি না?